ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বাসযোগ্যতায় মার্কিন সংবাদ মাধ্যম থেকে ভারত এগিয়ে

প্রকাশিত: ০০:৩৯, ১২ জানুয়ারি ২০১৮

বিশ্বাসযোগ্যতায় মার্কিন সংবাদ মাধ্যম থেকে ভারত এগিয়ে

অনলাইন ডেস্ক ॥ যার যার দেশের নাগরিকদের বিচারে বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা আর তথ্যনিষ্ঠতার প্রশ্নে ভারতীয় সংবাদ মাধ্যমগুলির দেওয়া খবরাখবরের চেয়ে পিছিয়ে রয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলি। ভারতীয়রা যেমন মনে করেন, তাঁদের দেশের সংবাদ মাধ্যমগুলির দেওয়া খবরাখবর অনেক বেশি বিশ্বাসযোগ্য, পক্ষপাতহীন, তথ্যনিষ্ঠ ও সঠিক, মার্কিন নাগরিকরা আমেরিকার সংবাদ মাধ্যমগুলি সম্পর্কে তেমনটা মনে করেন না। ভারত, জাপান, ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেন সহ বিভিন্ন দেশের মূল স্রোতে থাকা সংবাদ মাধ্যমগুলির সংবাদ পরিবেশনের গুণগত মান নিয়ে সেই দেশগুলির নাগরিকদের মতামত সমীক্ষা করেছিল মার্কিন সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’। তার ফলাফলই এই তথ্য দিয়েছে। ওই সমীক্ষা জানিয়েছে, সঠিক, গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের ক্ষেত্রে পক্ষপাতহীনতা ও তথ্যনিষ্ঠতার নিরিখে ভারতীয় মিডিয়ার তুলনায় বেশ কিছুটা পিছনে রয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ৮০ শতাংশ ভারতীয়ই মনে করেন, ভারতীয় মিডিয়ার দেওয়া খবরাখবর সঠিক। এ ব্যাপারে গোটা বিশ্বের গড় অনেকটাই পিছিয়ে রয়েছে। সাকুল্যে ৬২ শতাংশ। মাত্র ৭ শতাংশ ভারতীয় নাগরিক মনে করেন, ভারতীয় মিডিয়ার পরিবেশন করা খবরাখবরের তেমন বিশ্বাসযোগ্যতা নেই। তা ততটা তথ্যনিষ্ঠ ও সঠিক নয়। আমেরিকার মিডিয়াগুলি সম্পর্কে এমনটাই ধারণা ৪৩ শতাংশ মার্কিন নাগরিকের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে তিনি ‘ভুয়ো সংবাদ মাধ্যমের পুরস্কার’ দেবেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলির মধ্যে টেলিভিশন চ্যানেল ‘সিএনএন’ এবং দু’টি সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’ ও ‘ওয়াশিংটন পোস্ট’-কে ইতিমধ্যেই ‘ভুয়ো সংবাদ মাধ্যম’ বলে চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমীক্ষাটি জানিয়েছে, ভারতীয় মিডিয়া যে রাজনৈতিক খবরগুলি করে, ৬৫ শতাংশ ভারতীয়ই মনে করেন, সেগুলি পক্ষপাতহীন। আর মন্ত্রী, আমলাদের খবরাখবরের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের সেই বিশ্বাসযোগ্যতা ৭২ শতাংশ। রাজনৈতিক খবর পরিবেশনে নিরপেক্ষতার নিরিখে, শুধু আমেরিকাই নয়, ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও জাপানের মিডিয়াও। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×