ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ২৩:১১, ১২ জানুয়ারি ২০১৮

জামালপুরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের নির্মাণ কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ছেলে-মেয়েদের কারিগড়ি শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারত্ব দূর করে দেশের উন্নয়নের অগ্রগতিকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক ও যুদ্ধকালীন অধিনায়ক শফিকুল ইসলাম খোকার নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের ইচ্ছায় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ প্রতিষ্ঠানটির নামকরণ করেছেন ‘বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আজ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামগঞ্জ কালিবাড়ীতে এই প্রতিষ্ঠানটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার সিঁধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় ৮ একর জমিতে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিতে হচ্ছে। জামালপুর-সিঁধুলী-মাদারগঞ্জ সড়কের পাশেই এটি স্থাপন করা হচ্ছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ১৫ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ে এই প্রতিষ্ঠানটির একাডেমিক, প্রশাসনিক ভবন ও ওকার্কশপ ভবন নির্মাণ করা হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রকল্পটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন শেষে মোনাজাতে অংশ নেন। পরে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে এই প্রতিষ্ঠানের প্রকল্পের নকশা দেখে সেখানে কি কি সুবিধা থাকছে তার ধারণা দেন। প্রতিষ্ঠানটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মাদারগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভায় মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলী ইমাম, জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সিঁধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলম মিলন, আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম বিজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
×