ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রকাশিত: ২১:৫২, ১২ জানুয়ারি ২০১৮

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভদ্রকান্দা নামক স্থানে শুক্রবার সকাল ৯টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ১জন মাইক্রোবাসের ড্রাইভার এবং বাকিরা সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের দলের কর্মী। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভারত থেকে গানের অনুষ্ঠান শেষে ১টি মাইক্রোবাসযোগে নকুল কুমার বিশ্বাসের গানের দলের সহকর্মীরা ঢাকায় ফিরছিলেন। এই দলে নকুল কুমার বিশ্বাস ছিল না। তিনি এখনও ভারতে অবস্থান করছেন। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গার ভদ্রকান্দা পৌছালে গানের দলের শিল্পীদের বহনকারী মাইক্রোবাসটি কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মাইক্রোবাসের ড্রাইভার মোশাররফ হোসেন (৩৭) ও যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত(৩৮)। এ ঘটনায় আহত হন নিমাই ও দিপক নামের আরও দুই শিল্পী। এদের মধ্যে নিমাই এর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত দুইজনের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।
×