ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে পরিবহন খাঁদে পরে নিহত-১

প্রকাশিত: ২১:৫১, ১২ জানুয়ারি ২০১৮

কালকিনিতে পরিবহন খাঁদে পরে নিহত-১

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ এক শিশুকে বাচাঁতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহন খাদে পরে কাজী হাফিজ (৫২) নামের এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২জন যাত্রী । আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। তবে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, সার্বিক পরিবহনটি যাত্রী নিয়ে উপজেলা সদরের ডাকবাংলার মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথি মধ্যে উপজেলার লালব্রিজ নামকস্থানে একটি সাইকেল আরোহী এক শিশুকে বাচাঁতে গিয়ে পরিবহনটি পুরোপুরি খাদেঁ পরে যায়। এতে করে দক্ষিণ গোপালপুর গ্রামের কাজী হাফিজ ঘটনাস্থলেই নিহত হয়। এবং ১২জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে কালকিনি হাসাপতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় গৌরনদী ফায়ার সার্ভিস এসে যাত্রীদের উদ্ধার কার্যক্রম শুরু করেন। এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এক শিশু সাইকেল যোগে ভুরঘাটা দিকে যাচ্ছিল। তাকে পরিবহনের চালক বাচাঁতে গিয়ে পরিবহনটি নিয়ে খাদে পরে যায়। এতে করে এ দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা গাড়ি উদ্ধার কার্যক্রম অব্যহত রেখেছি।
×