ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরাসী লীগ কাপ

নেইমারের নৈপুণ্যে সেমিতে পিএসজি

প্রকাশিত: ০৪:৩১, ১২ জানুয়ারি ২০১৮

নেইমারের নৈপুণ্যে সেমিতে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নৈপুণ্যে ফরাসী লীগ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক এ্যামিয়েন্সকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করা ছাড়াও দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেন নেইমার। অপর গোলটি করেন আদ্রিয়েন রাবিওট। এই জয়ে দারুণ একটা রেকর্ড গড়েছে ফরাসী জায়ান্ট পিএসজি। ঘরোয়া কাপ ম্যাচে তারা জিতেছে টানা ৩৫ ম্যাচ। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণে স্বাগতিকদের ব্যতিব্যস্ত করে রাখে নেইমার-এমবাপেরা। ম্যাচের দশম মিনিটে গোলের সুযোগও পায় দলটি। তবে নেইমারের শট রুখে দেন এ্যামিয়েন্স গোলরক্ষক। ম্যাচের ২২ মিনিটে এমবাপের শট লক্ষ্যভ্রষ্ট হলে আরও হতাশা বাড়ে সফরকারীদের। বিরতির আগে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৩৪ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফরাসী গোলরক্ষক রেগিস গার্টনার। তবে এরপরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। এরপর এমবাপে একটি গোলের সুযোগ নষ্ট করেন। প্রথমবার তার শট নতুন মাঠে নামা গোলরক্ষক জিয়ান ক্রিস্টোফ ফিরিয়ে দেন। ফিরতি বল প্রতিহত হয় ক্রসবারে লেগে। বিরতির পর পিএসজিকে লিড এনে দেন নেইমার। ম্যাচের ৫৩ মিনিটে ডি বক্সে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে সহজেই বল জালে জড়ান সময়ের অন্যতম সেরা তারকা। গোলের পর নেইমার তার পায়ের বুট খুলে মাথায় নিয়ে ব্যতিক্রমী উদযাপন করেন। ম্যাচের ৭৭ মিনিটে ডি মারিয়ার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী মিডফিল্ডার রাবিওট। বাকি সময় ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। এদিকে ক্রমশই জোরালো হচ্ছে নেইমারের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সরিয়ে দিয়ে নেইমারকে সান্টিয়াগো বার্নাব্যুতে আনতে পারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। মৌসুম শেষে রিয়াল ছাড়ার সম্ভাবনা আছে রোনাল্ডোর। পর্তুগাল অধিনায়কের জায়গায় নেইমারকে দীর্ঘদিনের জন্য পেতে চায় রিয়াল। গত নবেম্বরে অবশ্য স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের কাছে মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন স্বয়ং সি আর সেভেনই। ৩২ বছর বয়সী রোনাল্ডোর জায়গায় নতুন রাজা হিসেবে নেইমারকে এখন থেকেই ভাবতে শুরু করেছে রিয়াল। এটি আরও জোরালো হয়েছে, পিএসজিতে নাকি তেমন ভাল সময় যাচ্ছে না নেইমারের। ছাড়তে চাচ্ছেন ফ্রান্সের রাজধানী। পিএসজি নাকি গোপনে নেইমারের বিকল্প খেলোয়াড়ও ঠিক করে রেখেছে। দুইয়ে দুইয়ে চার হলে হয়তো কোন এক সময় রিয়ালেও তরী ভেড়াতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
×