ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিকলীতে পাথর বোঝাই বুলগেট ডুবে নিখোঁজ ৩

প্রকাশিত: ০৩:১৯, ১১ জানুয়ারি ২০১৮

নিকলীতে পাথর বোঝাই বুলগেট ডুবে নিখোঁজ ৩

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার নিকলী উপজেলায় পাথরবোঝাই একটি বুলগেট ডুবে তিনজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন-বরগুনার তালতলী উপজেলার আল আমিন (৩০), মহসিন মিয়া (৪৫) ও মইন উদ্দিন (৪০)। এ সময় বুলগেটের অপর যাত্রী মহসিন মিয়াকে (৩৫) উদ্ধার করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংপুর এলাকার ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে পাথর বোঝাই বুলগেটটি নারায়নগঞ্জ কাঁচপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে বৃহস্পতিবার সকালে জেলার নিকলীর সিংপুর এলাকায় অতিরিক্ত বোঝাইয়ের কারণে বুলগেটটি ডুবে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মহসিন নামের একজনকে উদ্ধার করতে পারলেও বাকীরা নিখোঁজ রয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুলগেটটি ডুবে যাওয়ার সময় মহসিন জেগে থাকলেও অন্য তিনজন ঘুমন্ত অবস্থায় ছিল। ঘন কুয়াশার ভেতর পানি থেকে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করতে পারলেও বাকীরা এখনো নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
×