ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ০৩:১৮, ১১ জানুয়ারি ২০১৮

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চর টেংগারকান্দি এলাকায় ডাকাতের হামলায় শাহীন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতরা তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৩টায়। নিহত শাহীন টাঙ্গাইল জেলার ভূয়াপুরের দিঘিকাতুল গ্রামের সোনামিয়ার ছেলে। নিহত শাহীনের বড় ভাই জাহিদুল ইসলাম সেনাবাহিনীতে চাকুরী পেয়ে ট্রেনিং নিতে যাচ্ছে। বিষয়টি পুলিশ বিকেলে জানতে পারেন বলে পরিদর্শক (তদন্ত) জানান। সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, শাহীন ও তাদের ১৫ জন আত্মীয়-স্বজন মিলে একটি হাইয়েস মাইক্রোবাস যোগে টাঙ্গাইল থেকে রাঙ্গামাটি যাচ্ছিল। তাদের মাইক্রোবাসটি বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় সোনারগাঁয়ের চর টেংগারকান্দি এলাকায় পৌঁছলে একদল পরিবহন ডাকাত তাদের গতিরোধ করে থামাতে বাধ্য করে। এ সময় ডাকাতদল মাইক্রোবাসের সামনে থাকা শাহীনকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এক পর্যায়ে তারা মাইক্রোবাস থেকে কয়েকটি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে শাহীনের আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। তিনি আরও জানান, একই মাইক্রোবাসে থাকা সাত জন সেনাবাহিনীর ট্রেনিং নিতে রাঙ্গামাটি যাচ্ছিল। তাদেরকে এগিয়ে দিতে শাহীনসহ অন্যানরাও যাচ্ছিলেন। নিহত শাহীনের বড় ভাই জাহিদুল ইসলাম সেনাবাহিনীতে চাকুরী পেয়ে ট্রেনিং নিতে যাচ্ছে। তিনি জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত শাহীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনা হচ্ছে। এ বিষয়ে মামলা নিয়ে দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) সাজিদুর রহমান জানান, পরিবহন ডাকাতদের হামলায় একজন নিহত হয়েছে। আমরা দ্রুত ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
×