ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পরিশ্রম করে যাচ্ছেন ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৩:০৩, ১১ জানুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পরিশ্রম করে যাচ্ছেন ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, উন্নয়ন হচ্ছে মানুষের ভাগ্যের পরির্বতন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ আমেরিকা, সুইজারল্যান্ড বা কানাডা না। মাত্র উপরের দিকে উঠছে এমন একটি দেশ বাংলাদেশ। এদেশের মানুষের চাহিদা অনেক কম। তারা দু’মুঠো ভাত, ভাল কাপড়, চিকিৎসা আর একটু পড়াশোর সুযোগ চায়। এদেশের মানুষের চাহিদা অনেক কম। শামীম ওসমান বলেন, আমরা যখন উন্নয়ন মেলা করছি ঠিক সে সময় চাষাঢ়া শহীদ মিনারে হকার্সরা অনশন করছে। তিনি বলেন, ফুটপাতে ব্যবসার পক্ষে আমি নই। জেলা প্রশাসনের মিটিংয়ে আমি বলেছি, এভাবে হকারদের উঠিয়েন না। তবে ধর্মীয় দৃষ্টিকোন থেকে মনে করি, মানুষের রুটি রুজি কেড়ে নেয়া উচিত না। কারণ, একজন মানুষের রুটি রুজির ব্যবস্থা করে দেয়া সাকসেসের। কিন্তু একজন মানুষের রুটি রুজি কেড়ে না কোন পলিটিক্স হতে পারে না। বৃহস্পতিবার দুপুরে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা ও সেবা) শাহ মো: ইমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমূখ। ৮০টি স্টল নিয়ে আয়োজিত এ উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা প্রদর্শনী করছে। আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত চলবে এ উন্নয়ন মেলা। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, উচ্ছেদের অন্তত: দুই মাস আগে সময় দিলেও গরীব হকাররা হয়তো তাদের পুঁজি উঠিয়ে নিতে পারতো। তারা ক্ষতিগ্রস্ত হতো না। তিনি বলেন, একটি বিশেষ শ্রেণীর মানুষ এই হকারদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাদের নিয়ে রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, মানুষের রুটি রুজির ব্যবস্থা করা রহমতের। রুজি কেড়ে নেয়া কষ্টের। ইসলাম এটাই বলে। আমি সেই কথাই বলেছি। তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ আমাদের অনেক দিয়েছে। একই পরিবারে তিন ভাই আমরা এমপি হয়েছি। নারায়ণগঞ্জের মানুষের কাছে আমরা ঋণি। সেই ঋণ পরিশোধ করতে চাই এলাকার মানুষের জন্য উন্নয়ন করে। শামীম ওসমান এসময় বতর্মান সরকারের আমলে নারায়ণগঞ্জের বিভিন্ উন্নয়নের কথাও তুলে ধরেন। এই সরকারের আমলেই নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহলের সহযোগিতা কামনা করেন।
×