ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ্যাপলের শোরুমে আইফোনের ব্যাটারি বিস্ফোরণ, আহত ১

প্রকাশিত: ০২:০৬, ১১ জানুয়ারি ২০১৮

অ্যাপলের শোরুমে আইফোনের ব্যাটারি বিস্ফোরণ, আহত ১

অনলাইন ডেস্ক ॥ সুইজারল্যান্ডের জুরিখে অ্যাপলের দোকানে আইফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় একটি ফোন সেট বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পরই খালি করে ফেলা হয় ওই এলাকা। সুইস ইনফো নিউজ সাইট জানিয়েছে, মঙ্গলবার জুরিখে অ্যাপলের একটি শোরুমে ওই ঘটনা ঘটে। এতে দোকানের একজন কর্মচারী আহত হয়েছেন। জুরিখ সিটি পুলিশ জানিয়েছে, ফোন সারাইয়ের কাজে নিয়োজিত একজন কর্মচারী ওই ফোন সেটটি সরিয়ে নেয়ার সময় সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই কর্মচারীর হাত পুড়ে যায়। ওই ব্যক্তি ছাড়াও আরও সাতজনকে তাৎক্ষণিক চিকিৎসা দেয় কর্তৃপক্ষ। কিন্তু গুরুতর আহত না হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এ ঘটনার পর দোকানের সব ক্রেতা ও কর্মচারীদের সেখান থেকে সরিয়ে ফেলা হয়। পুলিশ জানিয়েছে, ধোঁয়ার পরিমাণ কমাতে তারা বিস্ফোরিত ব্যাটারিটির উপর কোয়ার্টজ স্যান্ড বা বিশুদ্ধ সাদা বালি ছিটিয়ে দেন। পরে ভেন্টিলেশন ব্যবহার করে ধোঁয়া বের করে দেয়া হয়। জুরিখ ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা ঘটনাটি তদন্ত করে দেখছেন। নিউজউইক ম্যাগাজিন জানিয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন বেশ কয়েকটি আইফোনের ব্যাটারি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে শুধু জুরিখের ঘটনাটিই মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
×