ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : আসামী পক্ষে যুক্তিতর্ক পেশ অব্যাহত

প্রকাশিত: ০০:৫৮, ১১ জানুয়ারি ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : আসামী পক্ষে যুক্তিতর্ক পেশ অব্যাহত

স্টাফ রিপোর্টার॥ ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলায় আসামীপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আজ আসামী মুন্সি মুহিবুল্লাহ ওরফে অভির পক্ষে তার আইনজীবী সাইফুর রশিদ সবুজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন। তার যুক্তিতর্ক পেশ অসমাপ্ত রয়েছে। এ আইনজীবী তার মোয়াক্কেলের পক্ষে যুক্তিতর্কে বিভিন্ন অপ্রয়োজনীয় বক্তব্য দেয়ায় আদালত বিরুক্তি প্রকাশ করে। এ সময় আদালত যুক্তিতর্কে আসামীর জন্য প্রাসঙ্গিক হয়-এমন বক্তব্য ও আইনি পয়েন্টের আলোকে শুনানি করতে আইনজীবীকে পরামর্শ দেয়। এছাড়া আসামী আবদুস সালাম পিন্টুকে আদালতে হাজির ব্যাতিরেকে মামলার কার্যক্রম অব্যাহত রাখা এবং হাসপাতালে তার উন্নত চিকিৎসার জন্য নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে কারাবন্দি আসামীর হাজির ব্যাতিরেকে মামলার কার্যক্রম অব্যাহত রাখার আবেদন নাকচ করে দেয়। এ সময় আদালত বলে- কারাবন্দি আসামীর হাজির ব্যাতিরেকে মামলার কার্যক্রম অব্যাহত রাখার বিধান বিদ্যমান আইনে নেই। তবে আসামী পিন্টুর যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে আদেশ দেয়া হবে বলে আদালত জানায়। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে অপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৫,১৬ ও ১৭ জানুয়ারি। আজ ছিল এ মামলার যুক্তিতর্কের ৩০ তম দিন।
×