ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর সাপাহারে সাংবাদিক পেটানোর মামলায় গ্রেফতার ৫

প্রকাশিত: ০০:১২, ১১ জানুয়ারি ২০১৮

নওগাঁর সাপাহারে সাংবাদিক পেটানোর মামলায় গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহারে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যায় এটিএন বাংলার প্রতিনিধি এএসএম রায়হান আলম বাদী হয়ে মামলাটি দায়ের করলে ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত ৫ সন্ত্রাসীকেই গ্রেফতার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো, যুবলীগ নামধারী নুর আলম পিংকি, বাবু সরকার, আনু, আমিন ও মোখলেছুর রহমান। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আলী তার কতিপয় লোকজন নিয়ে উপজেলা সদরের গিয়াস মার্কেটের দু’টি দোকান জবরদখল করেন।এব্যাপারে মার্কেটের মালিক দাবীদার মোছাঃ হাজেরা বেগম বাদী হয়ে মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বুধবারের জনকন্ঠ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এমন ঘটনার সরেজমিন প্রতিবেদন করতে বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর থেকে জেলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই প্রতিনিধি কায়েস উদ্দিন ও এটিএন বাংলার এএসএম রায়হান আলম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাক্ষাতকার গ্রহণ করে দখলকৃত জায়গার ফুটেজ নিতে যায়। এসময় ছাত্রলীগ, যুবলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় সাংবাদিক রায়হান আলমের ওপর চড়াও হয়ে বেধড়ক মারপিটসহ তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। তারা সাংবাদিক কায়েস উদ্দিনকেউ লাঞ্ছিত করে। এরপর স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর মধ্যস্থতায় ক্যামেরা ফিরিয়ে দেয়া হয়। ঘটনায় জেলার সাংবাদিক মহল সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন। ঘটনাটি জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
×