ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:০৯, ১১ জানুয়ারি ২০১৮

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলায় প্রচুর গ্যাসের মজুদ রয়েছে উল্লেখ করে বলেন, এই বিপুল পরিমান গ্যাস দিয়ে ভোলায় প্রচুর শিল্প-কল-কারখানা স্থাপন করা হবে। বেকারদের কর্মসংস্থান হবে। এছাড়া জেলায় অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে । তিনি আরো বলেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি। মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে তজুমদ্দিন ষ্টেডিয়ামে তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সম্পাদক অহিদ উল্ল্যাহ জসিম হাওলাদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বাণিজ্যমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে হয়ে প্রয়াত উপজেলা চেয়ারম্যানের আত্বার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রয়াত অহিদ উল্ল্যাহ জসিমের স্মৃতিচারন করে তোফায়েল বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি-জামায়াত সরকার জসিমের উপর অনেক অত্যাচর করেছে। তাকে ভোলা ত্যাগ করতে হয়েছে সে সময়। জসিম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেক ভালো ভালো কাজ করেছেন। সেই কাজের মধ্যেই তিনি বেঁেচ থাকবেন। তিনি আরো বলেন, ভোলার ৪টি আসনে আওয়ামী লীগের ৪জন সংসদ সদস্য ঐক্যবদ্য ভাবে এলাকার উন্নয়ন করছে। তিনি এসময় বিএনপি জোট সরকারের আমলে মেজর হাফিজের সময়ের দু:শাসন ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, আলী আজম মুকুল এমপি,ভোলা জেলা পলিষেদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু,তজুমদ্দিন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের বড় ভাই ওবায়দুল্লাহ নাসিম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ । উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা অহিদ উল্লাহ জসিম গত ৩১ ডিসেম্বর রাতে সিংগাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
×