ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে শুভ্রা মুখার্জীর নামে হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২২:১৫, ১১ জানুয়ারি ২০১৮

নড়াইলে শুভ্রা মুখার্জীর নামে হাসপাতাল নির্মাণের দাবিতে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজীর স্ত্রী নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুর্খাজীর নামে প্রস্তাবিত হাসপাতালটি নির্ধারিত স্থানে নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের আদালত সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট গোলাম নবী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সহ অনেকে। বক্তারা বলেন, যে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজীর স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুর্খাজীর নামে পৌরসভার সীতারামপুরে হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে নতুন করে জায়গা দেখা হচ্ছে। যার কারনে হাসপাতাল নির্মাণে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ৭ লাখ জনসংখ্যা অধ্যুষিত নড়াইলবাসীর উন্নত চিকিৎসার কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত স্থানেই শুভ্রা মুখার্জী মেমোরিয়াল হাসপাতালটি স্থাপনের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন।
×