ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটাররা পাচ্ছে দু’দিনের বিশ্রাম

প্রকাশিত: ২১:৪২, ১১ জানুয়ারি ২০১৮

ক্রিকেটাররা পাচ্ছে দু’দিনের বিশ্রাম

অনলাইন রিপোর্টার ॥ আর মাত্রা চার দিন পর শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ । গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত টানা বেশ ক'দিন অনুশীলনের পর ক্রিকেটারদের দু'দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ক্রিকেটারদের ছুটি। জানা গেছে ‘শনিবার দুপুর থেকে আবারও পুরোদমে শুরু হবে অনুশীলন। মূল আসরে নামার আগে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই এ দুই দিন বিশ্রাম দেওয়া হয়েছে।’ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে টপকে ফাইনাল খেলতেই নিজেদের তৈরি করে নিচ্ছেন মাশরাফি-তামিমরা। প্রথমে সপ্তাহ খানেক ফিটনেস অনুশীলন, তারপর ব্যাট-বলের অনুশীলন চলছে নিয়মিতই। খেলা হবে দিবা-রাত্রিতে। তবে পৌষ-মাঘের হিমশীতল আবহাওয়া কনকনে বাতাস ও ঘন কুয়াশা- এসবের সঙ্গে মানিয়ে নিতেই শেষ কয়েকদিন অনুশীলন হয়েছে পরন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবহাওয়া, কুয়াশা ও শিবিরস্নাত আউটফিল্ড, সবকিছু মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল। যদিও খেলা শুরু হবে বেলা ১২ টায়। কিন্তু এক ইনিংস শেষেই শীত জেকে বসে। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশা পড়তে থাকে। সন্ধ্যার পর কুয়াশা আর শিশিরে ভিজে যায় আউট ফিল্ড। তাতে স্পিনারদের বল গ্রিপিংয়ে যেমন সমস্যা হয়, তেমনি ব্যাটসম্যানদেরও কিছু অস্বস্তির মধ্যে পড়তে হয়। বল স্কিড করে, প্রত্যাশার চেয়ে বল জোরে চলে আসে, এটাও একটা প্রতিবন্ধকতা, এসব মাথায় রেখেই দল সন্ধ্যায় অনুশীলন করেছে। এবারের ত্রি-দেশীয় ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্য আবসে বলে মনে করছে টিম কতৃপক্ষ।
×