ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের নাট্যোৎসবে ‘সোনাই মাধব’

প্রকাশিত: ০৫:২১, ১১ জানুয়ারি ২০১৮

ভারতের নাট্যোৎসবে ‘সোনাই মাধব’

স্টাফ রিপোর্টার ॥ মৈয়মনসিংহ গীতিকা অবলম্বনে লোক নাট্যদলের সাম্প্রতিক নান্দনিক প্রযোজনা ‘সোনাই মাধব’। সোনাই আর মাধবের মিলন-প্রেম আর বিরহের লোকগাঁথা নিয়ে আবর্তিত হয়েছে নাটকটি। লিয়াকত আলী লাকী পরিকল্পিত, নির্দেশিত ও অভিনীত নাটকটি ইতোমধ্যে দেশের নাট্যানুরাগী মানুষের মন জয় করেছে। কলকাতার সুদীপ ভট্টাচার্য মঞ্চে এস বিপার্ক সার্বজনীন আয়োজিত চারদিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটকটি মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে লোকনাট্যদল। ভারতের ‘সওদাগরের নৌকা’, ‘১৭ জুলাই’, ‘তিন পয়সার পালা’, ‘মনিষা কি সাদী’, ব্রাজিলের স্টারস নাটকের সমান্তরালে মঞ্চায়ন হবে বাংলাদেশের নাটক ‘সোনাই মাধব’। ১১ জানুয়ারি ঊষা গাঙ্গুলীর উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠিতব্য এই নাট্য উৎসবে বিশেষ আকর্ষণ বাংলার লোক আঙ্গিকে উপস্থাপিত, ময়মনসিংহ গীতিকা আশ্রিত এবং নৃত্য-গীত-অভিনয়সমৃদ্ধ নাট্য প্রযোজনা ‘সোনাই মাধব’। ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়ন হবে নাটকটি। লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ৪০ সদস্যবিশিষ্ট নাট্যকর্মীদের এই প্রযোজনা দল আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করে, রবিবার মঞ্চায়ন শেষে সোমবার দেশে ফিরবে।
×