ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫১, ১০ জানুয়ারি ২০১৮

প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের রড-চাপাতির হামলায় গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীণ অবস্থায় বুধবার মারা গেছেন। নিহতের নাম আব্দুল গনি প্রধান (৮৮)। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানি গ্রামে। নিহতের মেয়ে মোসা. লুৎফা বেগমসহ স্বজনরা জানান, গত ৪ জানুয়ারি দুপুরে বাড়ির পাশে আব্দুল গনি রোদ পোহাচ্ছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় হাবিবুর রহমান লোকজন নিয়ে চাপাতি ও রড দিয়ে অতর্কিতে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে আব্দুল গনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তিনি মারা গেছেন ভেবে হামলাকারীরা আব্দুল গনিকে পাশের ধান খেতে ফেলে চলে যায়। পরে এলাকাবাসী তাকে ধান খেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরের দিকে তিনি মারা যান। এ ঘটনায় বুধবার বিকেলে নিহতের মেয়ে লুৎফা বেগম জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মেয়ে লুৎফা বাদি হয়ে বুধবার অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
×