ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে চুরির সন্দেহে কলেজ ছাত্রকে মারধর

প্রকাশিত: ০৩:৪৯, ১০ জানুয়ারি ২০১৮

কালকিনিতে চুরির সন্দেহে কলেজ ছাত্রকে মারধর

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে চুরির সন্দেহে মোঃ রুবেল হোসেন নামের এক কলেজ ছাত্রকে বেদম মারধর করেছে এক দোকান মালিক। এ ঘটনায় বিক্ষুদ্ধ কলেজ শিক্ষার্থীরা ওই মালিকের দোকান ঘড় ভাংচুর চালিয়েছেন। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, পৌর এলাকার ঝাউতলা গ্রামের মোঃ আজিজ নামের এক ব্যক্তি কলেজের পাশে একটি হোটেল দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছু দিনে আগে ওই হোটেল থেকে মালিকের স্ত্রীর কানের দুল ও দেড় হাজার টাকা চুরি হয়ে যায়। এ চুরির সন্দেহে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র মোঃ রুবেলকে হোটেলে বসে মারধর করে হোটেল মালিক আজিজ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। তার মারধরের ঘটনার প্রতিবাদে কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই হোটেল ভাংচুর করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী বলেন, বিনা কারনে আমার কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে ওই হোটেল কোন শিক্ষার্থী ভাংচুর করেনি। অভিযুক্ত হোটেল মালিক আজিজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক এএসআই মোঃ বাশার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। তবে ওই দোকান ভাংচুর করা হয়েছে।
×