ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফসলী জমির মাটি কাটা ও মাহেন্দ্র চলাচল বন্ধ করার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:১৪, ১০ জানুয়ারি ২০১৮

ফসলী জমির মাটি কাটা ও মাহেন্দ্র চলাচল বন্ধ করার দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ সিরাজদিখানের সচেতন নাগরিকের ব্যানারে ফসলী জমির মাটি কাটা ও মাহেন্দ্র চলাচল বন্ধ করার দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদের সামনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সোহরাব হোসেনের নেতৃত্বে এ মানববন্ধন হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন এসময় একাত্বতা ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম বাবুল, সুবীর চক্রবতি, খালিদ হাসান, সাইফুল ইসলাম সুমন, মোহাম্মদ কামাল মাদবর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩ ফসলী জমির মাটি কেটে মাহেন্দ্র নামের গাড়ি দিয়ে ইটের ভাটায় নিচ্ছে। এতে করে জমির উর্বরতা ও মাহেন্দ্র চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। এক বছর ধরে এ কাজ করে যাচ্ছে কোন বাধাই মানছে না। কোন অদৃশ্য শক্তি তাদের আছে জানানাই। উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
×