ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ট্রলারসহ দেড় মণ হরিণের মাংস জব্দ

প্রকাশিত: ০২:৫২, ১০ জানুয়ারি ২০১৮

পাথরঘাটায় ট্রলারসহ দেড় মণ হরিণের মাংস জব্দ

সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় একটি নামবিহিন ট্রলারসহ দেড় মণ হরিণের মাংস জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামে অভিযান চালিয়ে গোড়াখালে নোঙর করা অবস্থায় ট্রলারসহ মাংস জব্দ করা হয়। পাথরঘাটা থানা উপ পুলিশ পরিদর্শক (এস.আই) মনির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার রেখে খালের মধ্যে লাফি য়ে পড়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশী করে প্লাষ্টিকের দুটি বস্তাভর্তি দেড় মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। পুলিশ ধারনা করছে সুন্দরবন থেকে হরিণ গুলো শিকার করা হয়েছে। ওসি মোল্লা মোঃ খবির আহম্মেদ জানান, আদালতের মাধ্যমে মাংসগুলো মাটিতে পুতে ফেলা হবে এবং ট্রলারের বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
×