ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্যের কাজ শুরু

প্রকাশিত: ০২:৫১, ১০ জানুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্যের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্য “পতাকা ’৭১” এর কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে শহরের লিচুতলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। স্থান নির্ধারণ করে ভাস্কর্যটি স্থান লে-আউট করা হয়েছে। সেই অনুযায়ী বেইজমেন্ট কাজ চলছে। এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশীদ, “পতাকা ’৭১” ভাস্কর্যে গবেষক ও ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক অধ্যাপক আলমগীর টুলু, ভাস্কর্য শিল্পী ইমরান হোসেন, ভারপ্রাপ্ত ইউএনও মুন্তসির জাহান, ভাস্কর্য শিল্পী রূপম রায়, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইছাক মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অভিজিৎ দাস ববি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল প্রমুখ। এদিকে মুন্সীগঞ্জের নির্ধারিত স্থানে এই বেইজমেন্টের সাথে সাথে ভাস্কর্যটির মোল্ড তৈরী হচ্ছে পুরনো ঢাকায়। আগামী ২ মার্চ পতাকা দিবসে এই “পাতাকা ’৭১”-এর ভাস্কর্যটি উদ্বোধনের কথা রয়েছে। ছয় দফা দাবির ছয়টি হাতের ওপর বাংলাদেশের মানািচত্র খচিত ১৯৭১ সালের এই বাংলাদেশের পতকার আদলের এই ভাস্কর্যটি করার উদ্যোগ গ্রহন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। যেই পতাকার জন্য মহান মুক্তিযুদ্ধ। এটি সেই পাতাকারই দেশের প্রথম ভাস্কর্য হতে যাচ্ছে। তাই ভাস্কর্যকে ঘিরে এখানে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মধ্যে বিশেষ কৌতুহল। মুন্সীগঞ্জ শহরের উপজেলা ভূমি অফিসের বিপরীতে এই কর্মযঞ্জ দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছে।
×