ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে চলছে মাঝারি শৈত্য প্রবাহ

প্রকাশিত: ০২:৪০, ১০ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে চলছে মাঝারি শৈত্য প্রবাহ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ উত্তরের জনপদ হিমালয়ের পাদদেশের বৃহত্তর দিনাজপুর জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ তোফাজ্জুল ইসলাম জানান, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শৈত্য প্রবাহ ক্রমশ দুর্বল হওয়ায় দিনে তাপমাত্রা বাড়লেও রাতে তাপমাত্রা কমে আসছে। ফলে শীতের তীব্রতা থেকেই যাচ্ছে। বুধবার সকালে বাতাসের আর্দ্রতা ১০০ ভাগ থাকলেও বাতাসের গতিবেগ ৭ থেকে ১০ নটিক্যাল মাইল চলমান ছিল। বুধবার দুপুর ২টা থেকে কুয়াশা কমে গিয়ে সূর্যের মুখ দেখা যাওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। তবে বিকেল ৪টার পরে আবার কুয়াশা পড়তে দেখা গেছে। ফলে রাস্তায় যানবাহন চলাচল হেড লাইট জ্বালিয়ে করতে দেখা গেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, এ পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় ৭৫ হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ২০ হাজার পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে। প্রাপ্ত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, জেলার বিত্তবান, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন ও ব্যাংকগুলোকে শীতবস্ত্র বিতরণের জন্য আহ্বান জানানো হয়েছে। গত ৩ দিনে দিনাজপুরে বেসরকারি ব্যাংক, চেম্বার অব কমার্স, পরিবহন মালিক সমিতি, আঞ্জুমান মফিদুল ও বিভিন্ন দলের পক্ষ থেকে প্রায় লক্ষাধিক পিস কম্বল এবং লক্ষাধিক পিস সোয়েটার, জ্যাকেট ও শিশু পোশাক বিতরণ করা হয়েছে। তিনি বিত্তবানদের আরও শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
×