ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নাশকতা মামলায় ৭ জামায়াত কর্মী জেল হাজতে

প্রকাশিত: ০২:৪০, ১০ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে নাশকতা মামলায় ৭ জামায়াত কর্মী জেল হাজতে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর খানসামা উপজেলায় চাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগে নাশকতা মামলার পলাতক ৭ জামায়াত-শিবির ক্যাডারদের বিচারক জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, বুধবার দুপুর ২টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ শরিফউদ্দীন আজাদের আদালতে নাশকতা মামলার পলাতক ৭ জামায়াত-শিবির ক্যাডার আত্মসমর্পন করে জামিনের আবেদন করে। বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। বিকেলে পুলিশী প্রহরায় ওই ৭ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন খানসামা উপজেলার পাকেরহাট এলাকার জহুরুল ইসলাম (৪৮), মুক্তার হোসেন (২৪), গোলাম মজনু (২৮), মানিকুল আজাদ (৩০), নজরুল ইসলাম (৪৫), শামসুল আলম (৪০) ও মেহেদুল বাবলু (৩৮)। উল্লেখ্য যে, জামায়াত-শিবির ক্যাডারেরা গত ২০১৫ সালের ১৪ জানুয়ারী রাতে খানসামা উপজেলার পাকেরহাট বাজারে চাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা সৃষ্টি করে। এঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক জিন্নাহ মিয়া বাদী হয়ে ঘটনার পরদিন সকালে খানসামা থানায় মামলা দায়ের করে। মামলাটি পুলিশ তদন্ত করে গত বছর জুলাই মাসে ২১ জামায়াত-শিবির ও বিএনপি ক্যাডারদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এই মামলার ১৪ জন আসামী ইতিপূর্বে জামিন প্রাপ্ত হলেও আটক ৭ জন দীর্ঘদিন পলাতক ছিল।
×