ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন শুক্রবার

প্রকাশিত: ০১:১৬, ১০ জানুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন শুক্রবার

জনকণ্ঠ রিপোর্ট ॥ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার (১২ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।’ শুক্রবারের সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে জানিয়ে মন্ত্রী বলেন, “সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একটু এদিক-ওদিক হতেও পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওই সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি সম্প্রচার করবে। নূর বলেন, “আমরাও অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব। ওই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে।” জানা গেছে, ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস এবং জেমস ও মমতাজ অংশ নেবেন। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের ৪ বছরের উন্নয়ন ও সাফল্যগাঁথাকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে এই ঠিকানায় গিয়ে বিনামূল্যে নিবন্ধন করা যাবে। এ ব্যাপারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রথম নিবন্ধন করা ৩০ হাজার জন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ওই দিন দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামের প্রবেশ ফটকগুলো খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৭টার পর প্রবেশ ফটকগুলো বন্ধ করে দেওয়া হবে।’ সংবাদ সম্মেলনেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন আসাদুজ্জামান নূর। এর মধ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– সংস্কৃতি মন্ত্রণালয়েল সচিব ইব্রাহীম হোসেন খান, অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, মাকসুদুর রহমান পাটোয়ারী, রোকসানা মালেক, আব্দুল মান্নান ইলিয়াস, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্যান্যরা।
×