ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

প্রকাশিত: ০০:৩৮, ১০ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৪৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৮ কোটি ৮১ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটো, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউব, বিডি থাই, গোল্ডেন হার্ভেস্ট, আল আরাফাহ ইসলামী ব্যাং, ড্রাগন সোয়েটার ও কনফিডেন্স সিমেন্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকার, আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, এলআরগ্লোবাল মিউচুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া, বিডি থাই ও উসমানিয়া গ্লাস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ম্যানুফ্যাকচারিং, লাফার্জ সুরমা সিমেন্ট, লিগ্যাসি ফুটওয়ার, বাজার পেইন্টস, ইউসিবি, নাহি এ্যালুমিনিয়াম, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং ও ইস্টার্ন কেবল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডাচ বাংলা ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, বে´িমকো, ইফাদ অটো, আলআরাফাহ ইসলামী ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইল।
×