ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বরিশালে যাচ্ছেন ৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২৩:৪৬, ১০ জানুয়ারি ২০১৮

শেখ হাসিনা বরিশালে যাচ্ছেন ৮ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন। ওইদিন প্রধানমন্ত্রী জেলার বাকেরগঞ্জের লেবুখালীতে পায়রা নদীর তীরে শেখ হাসিনা সেনানিবাসের ভিত্তিপ্রস্তুর স্থাপনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ করবেন। উদ্বোধণী অনুষ্ঠান শেষে বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষন দিবেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর ও জনসভা সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ লক্ষ্যে আগামী শনিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভার আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সফর সম্পর্কে দলের কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্রে তারা নিশ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর ও জনসভা সফল করতে আগামী শনিবার বরিশাল সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা আহবান করা হয়েছে। ওইসভায় জেলা ও মহানগর আওয়ামীলীগের সব সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দও বিশেষ আমন্ত্রিত হিসেবে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।
×