ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশে পাঠানোর নামে প্রতারনা দায়ে ১৮ মাসের সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ২৩:৩৮, ১০ জানুয়ারি ২০১৮

বিদেশে পাঠানোর নামে প্রতারনা দায়ে ১৮ মাসের সশ্রম কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিদেশে পাঠানোর জন্য ভিসার পরিবর্তে ১ মাসের টুরিষ্ট ভিসা প্রদানের দায়ে জাহাঙ্গীর বেপারীকে ১৮ মাসের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছে। এই আদালতের বিচারক বেগম রুবাইয়া আমেনা আসামীর উপস্থিতিতে বুধবার রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর বেপারী নলছিটি উপজেলার বাউমহল গ্রামের হাসেম বেপারীর পুত্র। একই উপজেলার মানপাশা গ্রামের মো: আ: সালাম তালুকদার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে আদালতে প্রতারনা অভিযোগ এনে মামলা দায়ের করে। এতে দাবি করা হয় আ: ছালাম তালুকদারের পুত্র ও জামাতাকে লেবানলে পাঠানোর জন্য ৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়। ছালাম তালুকদার ২০১৩ সালের ২৫ জানুয়ারী স্বাক্ষীদের উপস্থিতিতে ৩ লক্ষ টাকা এবং ২০১৩ সালের ১৯ ফব্রুয়ারী আরও ২ লক্ষ টাকা প্রদান করে। জাহাঙ্গীর বেপারী এদের ১ মাসের টুরিষ্ট ভিসা দেয়। প্রতারনার শিকার হয়ে সালাম তালুকদার টাকা ফেরৎ চাইলে ২০১৪ সালে ২৬ মে টাকা দিতে অস্বীকার করে। এরই প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের হয়।
×