ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গিলক্রিস্টের প্রোফাইলে রশিদের ছবি

প্রকাশিত: ২৩:১৬, ১০ জানুয়ারি ২০১৮

গিলক্রিস্টের প্রোফাইলে রশিদের ছবি

অনলাইন ডেস্ক ॥ আফগান ক্রিকেটের অন্যতম সম্পদ রশিদ খান। জাতীয় দলের জার্সি গায়ে বহু অনবদ্য ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার। জাতীয় দলের পাশাপাশি আইপিএলের নজর কেড়েছেন রশিদ। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে ব্যস্ত এই তরুণ ক্রিকেটার। বিগ ব্যাশেও দেখা যাচ্ছে রশিদের মিস্ট্রি বোলিং। বিশেষত ডানহাতি ব্যাটসম্যানদের বারবার সমস্যায় ফেলছে রশিদের স্পিন। তরুণ এই লেগ স্পিনারের পারফরম্যান্সে প্রভাবিত হয়ে নিজের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে রশিদের ছবি লাগিয়েছেন কিংবদন্তি অজি উইকেটরক্ষক অ্যডাম গিলক্রিস্ট। কিন্তু এ বার বোলিং নয়, ব্যাট হাতে দলকে টেনে তোলার জন্য প্রশংসিত হলেন রশিদ। তবে একটু অন্য ভাবে। বিগ ব্যাশে খেলা চলছিল সিডনি থান্ডার্সের সঙ্গে অ্যাডিলেড টাইগার্সের। শুধু প্রভাবিতই নন, ব্যাটসম্যান রশিদের খেলা একটি অদ্ভুত শটের ছবি নিজের টুইটার প্রোফাইল পিকচার হিসেবেও সেট করেছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য অ্যডাম গিলক্রিস্ট। রশিদের খেলা সেই শটের ছবি টুইটারে পোস্ট করে গিলক্রিস্ট ক্যাপশন দেন নতুন প্রোফাইল পিকচার। সময় না নিয়ে মাঠের মধ্যর গুগলি নিজের লেখার মধ্যেমে টুইটারেও ছুঁড়ে দেন রশিদ। গিলক্রিস্ট এবং ব্রেন্ডন ম্যকালামকে তার মারা শটের নাম জানতে চেয়ে তিনি লেখেন, “কী শট ছিল এটা।” সূত্র : আনন্দবাজার পত্রিকা
×