ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনের শশীভূষণ থানার ওসিকে প্রতাহারের নির্দেশ

প্রকাশিত: ২৩:০৩, ১০ জানুয়ারি ২০১৮

চরফ্যাশনের শশীভূষণ থানার ওসিকে প্রতাহারের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা পুলিশ আসামীর পরিবর্তে স্বাক্ষীকে জেল হাজতে পাঠানোর কারণে বুধবার চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক শিবলী নোমন খান শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। নির্দেশের কপি ভোলা পুলিশ সুপার ও বরিশাল পুলিশের ডিআজির কাছে আদালত থেকে প্রেরণ করা হয়েছে। আদালত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বেঞ্চ সহকারি শ্রিবাস চন্দ্র দাস জানান, শশীভূষণ থানায় সিআর ৩২৪/১৫ মামলার ৩নং স্বাক্ষী আবুল কাশেমকে গ্রেফতার করে গত রবিবার আসামী হিসেবে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর পর আবুল কাশেমের স্বজনরা বিষয়টি আদালতকে অবগত করলে বিজ্ঞ আদালত গত মঙ্গলবার ভোলা জেল হাজত থেকে আবুল কাশেমকে চরফ্যাশন আদালতে এনে শুনানী শেষে মুক্তি দিয়েছেন এবং ঘটনার জন্য দায়ী শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদারকে বুধবার প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। নির্দেশের কপি ভোলা পুলিশ সুপার ও বরিশাল পুলিশের ডিআজির কাছে আদালত থেকে প্রেরণ করা হয়েছে। শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার জানান, মামলায় আসামী এবং স্বাক্ষীর নামের মিল থাকায় এমনটি হয়েছে।
×