ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়ায় ৭ জনের শাস্তির আবেদন

প্রকাশিত: ২১:৪৮, ১০ জানুয়ারি ২০১৮

খালেদার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়ায় ৭ জনের শাস্তির আবেদন

অনলাইন ডেস্ক ॥ আজ বুধবার পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়ায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী হারুনর রশীদসহ ৭ জনের শাস্তি চেয়ে আবেদন করেছেন। এই আবেদন করেন খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। যাদের বিরুদ্ধে শাস্তি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে তারা হলেন- পি ডব্লিউ হারুনর রশিদ, পি ডব্লিউ আব্দুল বারেক ভূঁইয়া, পি ডব্লিউ মোস্তফা কামাল মজুমদার , পি ডব্লিউ তৌহিদুর রহমান খান, পি ডব্লিউ জগলুল পাশা, পি ডব্লিউ মাজেদ আলী ও পি ডব্লিউ মাজেদ আলী। আইনজীবী এ জে মোহাম্মদ আলী আবেদেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী। তাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যাভাবে সাজার দেয়ার লক্ষ্যে আদালত সাক্ষ্য দেন বাদীরা। খালেদা জিয়া আজ দুপুর ১১টা ৫২ মিনিটে আদালতে উপস্থিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ম দিনের মত যুক্তি উপস্থাপন চলছে। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এর আগে ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। এ দিন রাষ্ট্রপক্ষ খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। ২০, ২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩ ও ৪ জানুয়ারি খালেদার পক্ষে যুক্ত উপস্থাপন করেন তার আইনজীবীরা। ৪ জানুয়ারি খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় ১০ ও ১১ জানুয়ারি পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত।
×