ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ১৯:৫৯, ১০ জানুয়ারি ২০১৮

শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ ॥ দেশে প্রথম বারের মতো জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরন নিয়ে হবিগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো শেখ হাসিনা মেডিক্যাল কলেজের কার্যক্রম। বুধবার সকাল সোয়া ১১টার দিকে আড়াই’শ শয্যা বিশিষ্টি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পাসে নবনির্মিত বহুতল ভবন সংলগ্ন প্রাঙ্গনে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম ব্যাচ কোর্সের পাঠদান কার্যক্রম শুরুর প্রত্যয় নিয়ে হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হলো। এ উপলক্ষে সংশ্লিস্ট হাসপাতাল প্রাঙ্গনে জেলা বিএমএ সেক্রেটারী ডাঃ মুজিবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিশাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিস্ট কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রথম অধ্যক্ষ বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু সুফিয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের উন্নয়নের রূপকার ও সংশ্লিস্ট কলেজ প্রতিষ্ঠায় মূল উদ্যোক্তা আওয়ামীলীগ দলীয় এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আ,স,ম সামছুর রহমান ইয়া,সিভিল সার্জন ডাঃ সুচীন্ত চৌধুরী, তত্বাবধায়ক রথীন্দ্র নাথ রায়, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।
×