ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইনজুরি থেকে বাঁচলেন মাশরাফি

প্রকাশিত: ০৬:০৩, ১০ জানুয়ারি ২০১৮

ইনজুরি থেকে বাঁচলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে প্রতিদিনই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন চলছে। এর মধ্যে একদিন প্রাথমিক দলের ক্রিকেটাররা দুইভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছে। মঙ্গলবারও ছিল প্রস্তুতি ম্যাচ। কিন্তু তা বাতিল করা হয়েছে। শুধু অনুশীলন করা হয়েছে। সেই অনুশীলনে বোলিং করতে গিয়েই ইনজুরিতে পড়তে চলেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু হাতে সামান্য আঘাত পেয়েই বেঁচে গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অনুশীলনের সময়। সাব্বির রহমানকে বোলিং করছেন মাশরাফি। সাব্বিরও একের পর এক বল মারার চেষ্টা করে গেছেন। একটি বল এসে মাশরাফির হাতে লাগে। বল করে সরে যাওয়ার আগে সাব্বিরের ব্যাট ছুঁয়ে আসা দ্রুতগতির বলটি ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান মাশরাফি। সেই ব্যথা নিয়ে মাটিতে লুটিয়েও পড়েন। সাব্বির দৌড়ে আসেন। মাশরাফি হাত উঁচু করে বুঝিয়ে দেন চোট এত গুরুতর নয়। পরে চোট বড় ধরনের নয় বলেই জানা গেছে। হাতে ব্যথা পেয়েছেন। বরফ নিয়েই তা সেরে গেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীই যেমন বলেছেন, ‘চোট এত গুরুতর নয়। গুরুতর চোট হলে আমার কাছে আসতে হতো। বরফ দিয়েই ঠিক হয়ে গেছে। তেমন কিছু হয়নি। বলের আঘাতে হাতে সামান্য ব্যথা লেগেছে।’ সামনেই বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে। বাংলাদেশের সঙ্গে সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়েও রয়েছে। ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ২৭ জানুয়ারি হবে ফাইনাল ম্যাচ। যে দুই দল পয়েন্ট তালিকায় ওপরে থাকবে তারাই ফাইনাল খেলবে। এ সিরিজটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত সেই ২০১৬ সালের অক্টোবরের পর দেশের মাটিতে আবার ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০০৯ সালের পর খেলবে ত্রিদেশীয় সিরিজ। এমন এক সিরিজ হবে যেখানে বাংলাদেশের দুই প্রতিপক্ষই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু দল হিসেবেই নয়, দুই দলের দুই কোচের হিসেবেও এ সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা দলের কোচ এখন হাতুরাসিংহে। যিনি বাংলাদেশ দলের সাবেক কোচ ছিলেন। এই সিরিজের আগেই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। জিম্বাবুইয়ের কোচ হচ্ছেন হিথ স্ট্রিক। তিনিও বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ছিলেন। দুই কোচের সময়ই বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। দুই কোচই বাংলাদেশ ক্রিকেটারদের খুব ভাল করে জানেন। দুই কোচই বাংলাদেশ দলের দুর্বলতা, সবলতা সম্পর্কেও জানেন। দুই কোচের বিপক্ষেই যেন এবারের সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যদি বাংলাদেশ সিরিজটি জিতে তাহলে দুই কোচকেই জবাব দেয়া হবে। এমন সিরিজের আগে যদি গুরুত্বপূর্ণ কোন ক্রিকেটার ইনজুরিতে পড়েন তাহলে দল বিপদে পড়ে যাবে। সেই ক্রিকেটার যদি হন মাশরাফি, তাহলে দলতো মহাবিপদে পড়ে যাবে। তিনি অধিনায়ক। তিনি দলকে সবসময় উৎসাহ দিয়ে যান। দলের এখন কোচ নেই। এমন সময় তিনি দলের ক্রিকেটারদের সাহস দিয়ে যাচ্ছেন। তিনিই যদি না থাকেন তাহলে দল স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়বে। ইনজুরিতেই পড়তে চলেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত তা থেকে রক্ষাও পান তিনি।
×