ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় দর্শকনন্দিত প্রযোজনা সোনাই মাধবের মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৪১, ১০ জানুয়ারি ২০১৮

শিল্পকলায় দর্শকনন্দিত প্রযোজনা সোনাই মাধবের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ মোটামুটি বছরজুড়েই সরগরম ঢাকার নাট্যমঞ্চ। তাই বলে সবগুলো নাটকই বিপুলভাবে টানে না দর্শককে। বেশিরভাগ মঞ্চনাটকই ভোগে দর্শকখরায়। তবে এর মাঝে কিছু নাটক দেখে নির্মল আনন্দ উপভোগ করে নাট্যপ্রেমী দর্শক। দর্শককে বিনোদিত করা তেমনই এক মঞ্চনাটক সোনাই মাধব। মঙ্গলবার সন্ধ্যায়ও প্রযোজনাটি উপভোগ করেছেন অনেকে। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) দর্শকনন্দিত প্রযোজনাটি। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নব আঙ্গিকে নির্মিত এই পদাবলী যাত্রার নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকে ব্যবহৃত সঙ্গীতে সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী ও লিয়াকত আলী লাকী। সোনাই মাধব নাটকটি মূলত সোনাই ও মাধবের প্রেম ও বিচ্ছেদের কাহিনী। সেই বিচ্ছেদী ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে মানবসমাজের বিভিন্ন দিক। বাবা নাই, ভাই নাই, মায়ের একমাত্র সন্তান সোনাই। রূপে-গুণে অতুলনীয়। তার মা তাকে তার মামার কাছে রেখে আসে সুন্দর ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেয়ার জন্য। ঘটকের আনা কোন পাত্রই মামা-মামির পছন্দ হয় না। এরই মধ্যে সোনাইয়ের সঙ্গে মাধবের দেখা হয়, হয় পরিচয় ও প্রেম। নিরবে চলে দেখাশুনা ও চিঠি আদান প্রদান। এদিকে ওই গ্রামে বসবাসকারী ভাবনা নামের এক দেওয়ানের অত্যাচারে সুন্দরী মেয়েরা ঘরের বাইরে যেতে পারতো না। সোনাইয়ের কথা পারের ওই দেওয়া। সোনাইয়ের মামার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মামা প্রথমে সোনাইকে বিয়ে দিতে রাজি না হলেও পরে মৃত্যুর ভয় দেখালে সে বলে দেয় নদীতে জল আনতে গেলে যেন সোনাইকে সে বজরায় তুলে নেয়। দেওয়ান তাই করে। এ অবস্থায় বজরা থেকে নারীর কান্নার শব্দ শুনে মাধব ছুটে যায় সেখানে। সোনাইকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে এবং বিয়ের আয়োজন করে। কিন্তু দেওয়ান মাধবের বাবাকে ধরে নিয়ে যায়। বাবাকে উদ্ধার করার জন্য মাধব যায় দেওয়ানের কাছে। সোনাই এক বছর একা থাকে ঘরে। তারপর ফিরে আসে তার শ্বশুর, বলে সোনাই না গেলে মাধবকে ছেড়ে দেবে না দেওয়ান। বাধ্য হয়ে সোনাই যায় মাধবকে ছাড়াতে। দেওয়ান মাধবকে ছেড়ে দিয়ে ঘরে এসে দেখে সোনাই বিষ পানে আত্মহত্যা করেছে। কাহিনী শেষ হয় সোনাইয়ের প্রয়াণ আর মাধবের হাহাকারে। লালসার শিকার হয়ে পরিণতি পায় প্রেম। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকসানা আক্তার রূপসা, মোঃ জাহিদুল কবির লিটন, লিয়াকত আলী লাকী, রহিমা খাতুন নীলা, উম্মে মরিয়ম রুমা, কিশোয়ার জাহান, সোহানুর রহমান সোহান, আজমেরী এলাহী নীতি, আব্দুল্লাহেল রাফি তালুকদার, শায়লা আহমেদ, এম এ মোমিন প্রমুখ। জাতীয় যন্ত্রসংগীত উৎসবের নবম দিন ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে জাতীয় যন্ত্রসঙ্গীত উৎসব। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি একাডেমির নন্দন মঞ্চে চলা দশ দিনব্যাপী এ উৎসবের নবম দিন ছিল মঙ্গলবার। এদিন যন্ত্রসংগীতের সুর মূর্ছনায় উৎসব রাঙিয়েছেন গোপালগঞ্জ, ফেনী, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, নেত্রকোনা, জয়পুরহাট, কুমিল্লা ও বরগুনা জেলার শিল্পীরা। এছাড়াও ছিল মোঃ মনিরুজ্জামান ও তার দলে বাঁশি বাদন, সরোদে সুর ছড়িয়েছেন কামাল জহির শামীম, বেহালার সুর শুনিয়েছেন মোঃ আলাউদ্দিন মিয়া। সেই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী শিল্পীদের পরিবেশনা।
×