ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালু এখন মালী

প্রকাশিত: ০৫:৩৪, ১০ জানুয়ারি ২০১৮

লালু এখন মালী

ভারতের বিহার রজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাড়ে তিন বছরের কারাদ- ভোগ করছেন। কারাগারে তাকে বাগানের মালীর কাজ দেয়া হয়েছে। এজন্য তিনি প্রতিদিন পাবেন ৯৩ রুপী। এদিকে লালুর সাজা হওয়ার রেশ না কাটতেই তার তিন মেয়ে ও ছেলেও নতুন করে মামলার মুখে পড়েছেন। গেল শনিবার ঝাড়খ- রাজ্যের রাজধানী রাঁচির বিশেষ সিবিআই আদালত অর্থ আত্মসাৎ মামলায় লালুকে কারাদ-ের পাশাপাশি তার দশ লাখ রুপী জরিমানা করা হয়েছে। লালু প্রসাদ এখন ঝাড়খ-ের বিরসা মু-া কারাগারে আছেন। তবে কারাগারে মালির কাজ পেলেও একেবারে দমে যাননি লালু প্রসাদ। টুইটারে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, কোন চাপের মুখে তিনি ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে সরে যাবেন না। অনগ্রসর ও দলিত শ্রেণীর মানুষের জন্য তিনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সামাজিক ন্যায় পেতে অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে। -টাইমস অব ইন্ডিয়া
×