ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমায় বিশ্ব মারকাজ আমির সা’দ এর উপস্থিতি অনিশ্চিত

প্রকাশিত: ০৩:০৪, ৯ জানুয়ারি ২০১৮

বিশ্ব এজতেমায় বিশ্ব মারকাজ আমির সা’দ এর উপস্থিতি অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ শুক্রবার থেকে শুরু হওয়া টঙ্গীতে বিশ্ব এজতেমা ময়দানের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দু’দিনের মধ্যে ৫ভাগ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন এজতেমার শীর্ষ স্থানীয় মুরুব্বীরা। মঙ্গলবার বিকালে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল মাঠ পরিদর্শনকালে জানান, মাঠের প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন। তিনি জানান, লাখ লাখ মুসল্লীদের সেবা দিতে সরকারের বিভিন্ন সেবা সংস্থা সমূহ রাত দিন কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব এজতেমার জিম্মদার প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ মঙ্গলবার সন্ধ্যায় জনকন্ঠকে জানান, সম্প্রতি তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীদের মধ্যে একটি অভ্যন্তরীন সমস্যা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ব তাবলীগ মারকাজের মজলীসে শূরার প্রধান মাওলানা হযরতজী হুজুর সা’দ এবারের বিশ্ব এজতেমায় যোগ দেবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তবলীগ মুরুব্বীদের শীর্ষ পর্যায়ে দফায় দফায় আলোচনা চলছে। বৈঠকের পর বৈঠক করেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না মাওলানা সা’দ এর উপস্থিতি নিশ্চিত করা নিয়ে। জিম্মাদার গিয়াস উদ্দিন আরো জানান, এসব ঘটনায় বিশ্ব এজতেমার বিশাল আয়োজনে কোন প্রভাব পড়বে না বলে তিনি সাংবাদিকদের জানান। ইতিমধ্যে বিভিন্ন দেশ ও জেলা থেকে নির্ধারিত যে জামাতগুলো বিশ্ব এজতেমা ময়দানে যোগদান করবেন সে জামাতগুলো টঙ্গীর পথে রয়েছে। ইতিমধ্যে বহু দেশের তবলীগ অনুসারী মেহমান বাংলাদেশে এসে ঢাকার কাকরাইল মসজিদে অবস্থান করছেন।
×