ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে ও চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে তেল চোর আটক

প্রকাশিত: ০২:১৯, ৯ জানুয়ারি ২০১৮

ঈশ্বরদীতে ও চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে তেল চোর আটক

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ২৯৩৬ নম্বর ইঞ্জিন থেকে তেল চুরির সময় হাতেনাতে চোরাই তেল ও পাইপসহ ধরা পড়েছে তেল চুরি সিন্ডিকেডের সদস্য ওয়াসিম আলী । সে ঈশ্বরদীর ফতেমহম্মদপুর এলাকার ইফসুব আলীর ছেলে। বুধবার রাতে ঈশ্বরদী রাজশাহী রুটের করিমপুর নামক স্থানে ট্রেন চালকের সহযোগিতায় চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় নিরাপত্তা বাহিনীর পাকশীর কমান্ডেন্ট রেজোয়ানুর রহমানের নেতৃত্বে হাবিলদার এমএ হান্নান তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বস্তাভর্তি ৩০ লিটার তেল ও ৬০ ফুট লম্বা তেল চুরির পাইপ উদ্ধার করা হয়। আটকের পর ওয়াসিমকে ঈশ্বরদী জি আরপি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে তেলসহ তেল চোরকে আটকের পর ইঞ্জিনের চালক ও তেল চুরিতে সহযোগিতাকারী ঈশ্বরদীর এক শ্রমিক নেতার শাস্তি দাবি করেছেন রেরৈ উন্নয়নকামী কয়েকজন কর্মকর্তা-কর্মচারিরা।
×