ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্তমানে সনদ বিতরণই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ ॥ ইউজিসি চেয়ারমেন

প্রকাশিত: ০১:৫৩, ৯ জানুয়ারি ২০১৮

বর্তমানে সনদ বিতরণই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ ॥  ইউজিসি চেয়ারমেন

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংঙ্গাকে ভুল ব্যাখ্যা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় মানে বিশেষ বিদ্যালয়। যেখানে বিশেষ কিছু জ্ঞান লাভের মাধ্যমে মানুষ আলোকিত এবং উদার হয়। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অতিরুক্ত কলাকৌশল, সাহিত্য চর্চা, বক্তব্য দেয়া, আবৃত্তি করা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ করা, মানুষের সাথে মেলামেশার চর্চা শিখানো হওয়া উচিত। অথচ বর্তমানে সনদ বিতরণই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হয়ে দাড়িয়েছে। আজ মঙ্গোলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে অয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞানের সৃষ্টি হয়। বর্তমানে উচ্চশিক্ষায় এবং গবেষণায় বরাদ্দের অভাব নেই, অভাব রয়েছে স্বক্ষমতার। গ্রন্থ প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য এবং মৌলিক কাজ। বেশি বেশি বই পাঠের ফলে মানুষের দৃষ্টিভঙ্গির উচ্চতা প্রসারিত হয়। জবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে অয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আজকের দিনটি স্মরণীয় কারণ প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রন্থ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় আর কলেজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে- কলেজে শুধু জ্ঞান বিতরণ করে, আর বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি এবং বিতরণ করে। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বছর দু’য়েক আগে থেকে শুরু হয় এম.ফিল এবং পি.এইচডি ডিগ্রিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার মধ্যদিয়ে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪০ জনের মত শিক্ষক বিভিন্ন ধরনের গবেষণায় জড়িত রয়েছেন। তাদের গবেষণা ফলপ্রসূভাবে হয়ে শেষ হলে এগুলোও প্রকাশনা আকারে প্রকাশ হবে। অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া’র সভাপতিত্বে এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন পান্ডুলিপি মুদ্রণ কমিটির আহ্বায়ক ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস এবং লেখকদের মধ্যে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ইব্রাহীম খলিল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব ম-ল, মুদ্রণকারী প্রতিষ্ঠানের পক্ষে নবযুগ প্রকাশনার স্বত্ত্বাধিকারী অশোক নন্দী বক্তব্য প্রদান করেন। উৎসব শেষে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকশনা উপকরণ বিক্রয় কেন্দ্র-এর উদ্বোধন করেন অধ্যাপক আবদুল মান্নান। এই বিক্রয় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা বিক্রয় করা হবে। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×