ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত: ০০:৪৭, ৯ জানুয়ারি ২০১৮

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ঘুমন্ত স্ত্রীকে দেশীয় অস্ত্র ‘গারো দা’ দিয়ে জবাই করে হত্যার দায়ে সোহেল রানা (৩৭) নামে এক হন্তারক স্বামীর মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছে আদালত। ৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন একমাত্র আসামীর উপস্থিতিতে ওই দন্ডাদেশ ঘোষনা করেন। মৃত্যুদ-প্রাপ্ত সোহেল রানা শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে। ঘটনার পর থেকেই সে আটক হয়ে জেলহাজতে রয়েছে। রায় ঘোষণার পরও তাকে নির্বিকার দেখা যায়। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন মৃত্যুদন্ডের রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, রায়ে একইসাথে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি ওই রায়ে সন্তুষ প্রকাশ করে জানান শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের সোহেল রানার সাথে একই উপজেলার নবীনপুর গ্রামের আফরোজ আলীর মেয়ে আফরোজার বিয়ে হয়। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে ২ সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়া সোহেল রানা স্ত্রী আফরোজাকে নানা নির্যাতন করতো। এরই এক পর্যায়ে ২০১১ সালের ২৭ আগস্ট স্ত্রীকে নিয়ে সোহেল রানা শ^শুরবাড়ী বেড়াতে যায়। তার ২দিন পর ২৯ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে বসতঘরে ঘুমন্ত অবস্থায় স্বামী সোহেল রানা ‘গারো দা’ দিয়ে স্ত্রী আফরোজার গলায় জবাই করে। গুরুতর অবস্থায় আফরোজাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। ঘটনার সাথে সাথে শাশুরবাড়ীর লোকজন হত্যার কাজে ব্যবহৃত গারো দাসহ সোহেল রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। একই দিন ওই ঘটনায় নিহতের পিতা আফরোজ আলী বাদী হয়ে সোহেল রানা ও তার বাবা-মাসহ ৪ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালতে সোহেল রানা স্ত্রী হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই মামলায় তদন্ত শেষে ২০১২ সালের ২ ফেব্রুয়ারী শ্রীবরদী থানার তৎকালীন উপ-পরিদর্শক নজরুল ইসলাম একমাত্র নিহতের স্বামী সোহেল রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।বিচারিক পর্যায়ে বাদী,চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত ঘাতক সোহেল রানার মৃত্যুদ- ঘোষণা করেন। আসামীপক্ষে অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান মামলাটি পরিচালনা করেন।
×