ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হল থেকে বের করে দেওয়ার কারণে আমরণ অনশনে ছাত্রী

প্রকাশিত: ২৩:৪৬, ৯ জানুয়ারি ২০১৮

হল থেকে বের করে দেওয়ার কারণে আমরণ অনশনে ছাত্রী

বাকৃবি সংবাদদাতা ॥ গভীর রাতে ছাত্রীদের আবাসিক হল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এক নারী কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের আবাসিক বেগম রোকেয়া হল থেকে আফসানা আহমেদ ইভাকে নামে ছাত্রফ্রন্টের ওই কর্মীকে বের করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেছে ওই ছাত্রী। এদিকে ছাত্রফ্রন্টের ওই কর্মীর বিরুদ্ধে হল প্রভেস্টসহ সিনিয়র শিক্ষার্থীদের সাথে বেয়াদবির অভিযোগ এনে মানববন্ধন করেছে ওই হলের সাধারণ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, বেগম রোকেয়া হলের প্রথম বর্ষের ছাত্রীদের জোরপূর্বক ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে প্রথম বর্ষের ছাত্রীদের সাথে ভোক্তভূগী ওই ছাত্রীকে কর্মসূচিতে যাওয়ার জন্য জোর করে ছাত্রলীগের নেত্রীরা। ওই ছাত্রী কর্মসূচিতে যেতে অস্বীকৃতি জানায়। এই ঘটনার জের ধরে সোমবার রাতে ছাত্রলীগ কর্মী অহিদা সিন্থি, সাদিয়া আফরিন স্বর্ণা, ইলা, শিলা প্রমূখ ওই ছাত্রীকে হল থেকে বের করে দেয়। পরে হল প্রভোস্ট সাময়িকভাবে রোকেয়া হলের সম্প্রসারিত ভবনে থাকতে বললে সে অস্বীকৃতি জানায় এবং রাত ৩টার পর্যন্ত হলের ফটকে অবস্থন করে। সকাল ৮টার দিকে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করলে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রক্টর কার্য্যলয়ের নিয়ে আসে। দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রী হলে থাকার দাবিতে আবার হলের প্রধান ফটকে অবস্থান নিলে সাবেক প্রক্টর ও সহকারী প্রক্টর ওই ছাত্রীকে হলের ভিতরে নিয়ে যায়। এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিয়া মো. রুবেল সহকারী প্রক্টরদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁদেরকে পদত্যাগ করতে বলেন। এর আগেও ওই ছাত্রীকে বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় বিভিন্নভাবে হয়রানি করা হয়। ওই ছাত্রী মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করলেও প্রভোস্ট কোন ব্যবস্থা নেওনি বরং ছাত্রলীগ করার পরামর্শ দেন। এছাড়াও সম্প্রতি ছাত্রলীগের শাখা কমিটি পূর্ণাঙ্গ হওয়ার হলের প্রথম বর্ষের ছাত্রী বিভিন্ন ভাবে হয়রানি শুরু করেছে। প্রথম বর্ষের ছাত্রীদের হলের আদব কায়দা শেখানোর নামে হলের অতিথি কক্ষে গভীর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ রয়েছে। এদিকে ছাত্রফ্রন্টের ওই কর্মীর বিরুদ্ধে হল প্রভোস্ট ও সিনিয়র ছাত্রীদের সাথে বেয়াদবির অভিযোগ তুলে মানববন্ধন করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে হলের ছাত্রলীগের সহসভাপতি তানিয়া আফরিন সিন্থিয়ার নেতৃত্বে হলের প্রধান ফটকে প্রায় অর্ধশতাধিক ছাত্রী মানববন্ধন করে। এই সময় তাঁরা ইভাকে হল থেকে বের করে দেওয়ারও দাবী জানান। প্রভোস্টের বিরুদ্ধে ছাত্রীর আনিত সকল অভিযোগ অস্বীকার করে রোকেয়া হলে প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা বেগম বলেন, তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করার পূর্বে ওই ছাত্রীকে সম্প্রসারিত ভবনে অবস্থান করতে বলা হয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মো. রুবেল বলেন, এই ঘটনার সাথে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। রাতে অতিথি কক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডেকে দেশের সঠিক ইতিহাস ও আদব কায়দা শেখানো হয়।
×