ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে প্রায় ৩ কোটি টাকাসহ গ্রেফতার বিমানসেবিকা

প্রকাশিত: ২৩:০৭, ৯ জানুয়ারি ২০১৮

ভারতে প্রায় ৩ কোটি টাকাসহ গ্রেফতার বিমানসেবিকা

অনলাইন ডেস্ক ॥ বিপুল পরিমাণ মার্কিন ডলার-সহ গ্রেফতার জেট এয়ারওয়েজের এক মহিলা কর্মী। সোমবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মহিলার কাছ থেকে যে ডলার উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার কথা মেনে নিয়েছেন জেট কর্তৃপক্ষ। দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রাতে হংকংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জেট ওয়ারওয়েজের একটি বিমানের। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে হানা দেন রাজস্ব দফতরের আধিকারিকেরা। তাঁরা জানিয়েছেন, হংকংগামী ওই বিমানে যাওয়ার কথা ছিল মহিলার। কিন্তু, বিমানবন্দরেই তাঁকে আটকে দেন গোয়েন্দারা। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর চলে তল্লাশি। তাঁর কাছ থেকেই ওই বিপুল অঙ্কের মুদ্রা উদ্ধার করা হয়েছে। এর পর বিমানবন্দরেই মহিলাকে গ্রেফতার করা হয়। ওই পরিমাণ ডলার কী ভাবে তাঁর কাছে এল? ওই ডলার নিয়ে কেনই বা তিনি উড়ে যাচ্ছিলেন হংকং? সবটাই খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। একটি বিবৃতিতে জেট কর্তৃপক্ষ জানিয়েছেন, যথাযথ তদন্তের পর ওই মহিলা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×