ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতেও হারাল নিউ জিল্যান্ড

প্রকাশিত: ২১:৫৬, ৯ জানুয়ারি ২০১৮

পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতেও হারাল নিউ জিল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ মঙ্গলবার টসে জিতে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ২৪৬ রান করে পাকিস্তান। নিউ জিল্যান্ডের ইনিংসের ১৪ ওভার শেষে বৃষ্টি নামলে লম্বা সময় খেলা বন্ধ থাকে। সে সময়ে ২ উইকেটে ৬৪ রান করা স্বাগতিকরা পায় নতুন লক্ষ্য- ২৫ ওভারে ১৫১ রান। পাকিস্তানকে আশা দেখিয়েছিল দুই বোলার হাসান আলি আর শাদাব খানের ব্যাটিং। কিন্তু আসল কাজ বোলিংয়ে কিছু করতে পারেননি তারা। এগিয়ে আসতে পারেননি অন্য কোনো বোলারও। মার্টিন গাপটিলের ঝড়ো ফিফটি আর রস টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে নিউ জিল্যান্ড। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কেন উইলিয়ামসনের দল। আবার খেলা শুরু হলে ১১ ওভারে নিউ জিল্যান্ডের দরকার ছিল ৮৭ রান। গাপটিল-টেইলরের অবিচ্ছিন্ন শতরানের জুটি ৭ বল বাকি থাকতে জয় এনে দেয় দলকে। নেলসনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৪ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। দুই অঙ্ক ছুঁয়ে তাদের অনুসরণ করেন বাবর আজম। শোয়েব মালিক ফিরেন থিতু হয়ে। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ অধিনায়ক সরফরাজ। ফিফটি পাওয়ার পর হাফিজও ফিরে গেলে বিপদে পড়ে পাকিস্তান। ৭১ বলে ৮টি চারে ৬০ রান করে হাফিজের বিদায়ের সময় অতিথিদের স্কোর ১২৭/৬। পাকিস্তানের সামনে তখন দেড়শ রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা। সেখান থেকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব শাদাব ও হাসানের। অষ্টম উইকেটে দুই জনে গড়েন ৭০ রানের দারুণ এক জুটি। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার লকি ফার্গুসন। দুটি করে উইকেট নেন টড অ্যাস্টল ও টিম সাউদি। আগামী শনিবার ডানেডিনে হবে তৃতীয় ওয়ানডে। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৫০ ওভারে ২৪৬/৯ (আজহার ৬, ইমাম ২, বাবর ১০, হাফিজ ৬০, মালিক ২৭, সরফরাজ ৩, শাদাব ৫২, ফাহিম ৭, হাসান ৫১, আমির ৮*, রাইস ৬*; সাউদি ২/৫৭, বোল্ট ১/৫৪, স্যান্টনার ১/৩৪, ফার্গুসন ৩/৩৯, অ্যাস্টল ২/৫০, মানরো ০/১১) নিউ জিল্যান্ড: (২৫ ওভারে লক্ষ্য ১৫১) ২৩.৫ ওভারে ১৫১/২ (গাপটিল ৮৬*, মানরো ০, উইলিয়ামসন ১৯, টেইলর ৪৫*; আমির ১/১৮, রাইস ০/৩৭, ফাহিম ১/৩০, হাসান ০/৩৭, শাদাব ০/২৯) ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল
×