ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেপটাউনে পরাজয়ের পর ভারতীয় সমর্থকদের ক্ষোভ

প্রকাশিত: ২০:৫৫, ৯ জানুয়ারি ২০১৮

কেপটাউনে পরাজয়ের পর ভারতীয় সমর্থকদের ক্ষোভ

অনলাইন ডেস্ক ॥ বিগত দু’বছর ধরে টেস্ট ক্রিকেটে লাগাতার ভাল পারফরম্যান্স করে আসছেন কেএল রাহুল। অন্য দিকে, বিদেশের মাটিতে ধারাবাহিক ভাবে সফল অজিঙ্কা রাহানেও। দু’জনকেই কেপটাউন টেস্টে সুযোগ দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর ভারতীয় টিম নির্বাচন নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিলেন ভারতীয় সমর্থকরা। রাহুল এবং রাহনের পরিবর্তে সুযোগ পাওয়া শিখর ধবন এবং রোহিত শর্মাও চূড়ান্ত ফ্লপ। দু’ইনিংস মিলিয়ে ধবনের রান ৩২, অন্য দিকে, প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে রোহিতের সংগ্রহ ২১। রাহানে-রাহুলের জায়গায় খেলা এই দুই ক্রিকেটার ফ্লপ হতেই টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় এক সমর্থক লেখেন, “বিদেশি পরিবেশে রোহিত শর্মাকে খেলানোর পিছনে কী যুক্তি থাকতে পারে তা খোদ আইনস্টাইনও ব্যাখ্যা করতে পারবেন না।” আর এক জন লিখেছেন, “হয়তো এই কথাটা কোনও সমর্থকের খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব যে, রোহিত শর্মা এবং শিখর ধবন টেস্টের প্লেয়ার নন।” সেঞ্চুরিয়ান টেস্টে রাহুল এবং রাহানেকে ফেরানোর দাবি তুলে এক জন লেখেন, “পরের ম্যাচে দলে দুটো বদল আমরা চাই। শিখর ধবনের পরিবর্তে কেএল রাহুল এবং রোহিত শর্মার পরিবর্তে অজিঙ্ক রাহানে।” সূত্র : আনন্দবাজার পত্রিকা
×