ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রকাশিত: ০২:০৩, ৮ জানুয়ারি ২০১৮

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক তার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বনফুল পরিবহনের ড্রাইভার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল গ্রামের শেখ খবিরের ছেলে শেখ শাহিন (৪৮) ও বাসের যাত্রী বাগেরহাট জেলার মোরেলগঞ্জের আব্দুস সোবাহানের স্ত্রী মালা বেগম (৩৫)। গোপালগঞ্জ সদর থানার এসআই শওকত হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী বনফুল পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে বিপরীতমুখী বৈদ্যুতিক তার-বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাস-চালক সহ ২ জন নিহত হন এবং আহত হন আরও অন্ত:ত ১০ জন। নিহত দু’জনের লাশ গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×