ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রকাশিত: ২২:৪৫, ৭ জানুয়ারি ২০১৮

নীলফামারীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সরকারের ২৫টি সেবা সুবিধার নিমিত্বে নীলফামারীতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় থেকে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এবং আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ২ নম্বর ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরন শুরু করা হয়। স্মার্ট কার্ড বিতরনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। পৌর সভার প্যানেল মেয়র ঈশা আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুল রহমান ,সদর উপজলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান , সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল, সাংবাদিক তাহমিন হক ববী, মীর মাহমুদুল হাসান আস্তাক প্রমুখ। বক্তারা জানান, সারাদেশে ১০টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতয় এই কার্ডের মাধ্যমে নাগরিকরা সরকারের ২৫টি সেবা সুবিধা পাবেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান জানান, নীলফামারী পৌরসভার ৯টি ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরন শেষে জেলা সদরের ১৫ টি ইউনিয়নের পর্যায়ক্রমে এই কার্ড আগামী ১২ এপ্রিল পর্যন্ত বিতরন করা হবে। এতে জেলা সদরের ২ লাখ ৮০ হাজার ৩৮৩ ভোটার স্মার্ট কার্ড এর আওতায় আসবে।
×