ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতার মাসে ছাত্রলীগ সম্মেলন করুক ॥ কাদের

প্রকাশিত: ২০:৩০, ৬ জানুয়ারি ২০১৮

স্বাধীনতার মাসে ছাত্রলীগ সম্মেলন করুক ॥  কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ তাদের সম্মেলন করুক। অনতিবিলম্বে নির্বাহী কমিটির সভা ডেকে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। শনিবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যার্লী পূর্ববর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দিন-তারিখ আমরা দিতে পারিনা। ছাত্রলীগই তাদের সম্মেলনের তারিখ ঘোষণা করবে। উদ্বোধনী বক্তব্যের পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত যাবে। এতে অংশ নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ছাড়াও, ঢাকা বিশ^বিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং রাজধানীতে অবস্থিত ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাহাদুর বেপারী এবং সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, মাহফুজুর রহমান চৌধুরী রোটন প্রমুখ।
×