ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে পিকনিকের গাড়ি উল্টে দশজন আহত

প্রকাশিত: ০১:৩২, ৫ জানুয়ারি ২০১৮

বরিশালে পিকনিকের গাড়ি উল্টে দশজন আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ-লাকুটিয়া মহাসড়কের উচুঁ ব্রীজ নামক এলাকায় শুক্রবার সকাল সাতটার দিকে কুয়াকাটাগামী পিকনিকের গাড়ি উল্টে শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পিকনিকের জন্য যাত্রীবাহী বাস ভাড়া করে সকাল সাতটার দিকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের উচুঁ ব্রীজ নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পরলে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে দশম শ্রেনীর ছাত্র মোঃ সাগর, মোঃ আলামিন, অস্টম শ্রেনীর ছাত্র মোঃ জুয়েল, ছাত্রী শাহিনা আক্তার, তাসলিমা খানমকে শেবাচিমে ভর্তি করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দূর্ঘটনার কারনে তাদের পিকনিকের সকল আয়োজন বাতিল করা হয়েছে।
×