ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় গণতন্ত্রের বিজয় দিবস পালিত

প্রকাশিত: ২৩:৪৮, ৫ জানুয়ারি ২০১৮

নওগাঁয় গণতন্ত্রের বিজয় দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামীলীগ অফিস চত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য বিশাল র‌্যালী। এদিন বেলা সাড়ে ১১টায় র‌্যালীর উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। এ সময় দলের সভাপতিসহ বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। বক্তাগন বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচন না হলে গণতন্ত্র ভুলুন্ঠিত হতো। ওই নির্বাচনে জয়লাভের পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল বলেই দেশের এই অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবকাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহবান জানানো হয়। র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক হয়ে পার-নওগাঁ, আলুপট্টি, কাচারীরোড, মুক্তিরমোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই র‌্যালীতে অংশ গ্রহন করেন। র‌্যালীতে মহিলা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
×