ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপযুক্ত সময়ে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে ॥ মওদুদ

প্রকাশিত: ২৩:৪১, ৫ জানুয়ারি ২০১৮

উপযুক্ত সময়ে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে ॥ মওদুদ

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, উপযুক্ত সময়ে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত '৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ব্যারিস্টার মওদুদ বলেন, 'আওয়ামী লীগ সমঝোতায় বিশ্বাস করে না। তারা চায় সংঘাত। আমরা অনেক ধৈর্য ধরেছি। সহ্য করেছি। সমঝোতার কথা বলেছি। কারণ ২০১৪ এবং ২০১৮ এক নয়। আমরা নির্বাচন করবো সেজন্য প্রস্তুতি নেব, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নয়। উপযুক্ত সময়ে আমরা কর্মসূচি দেব। গণ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার বাধ্য হবে বিদায় নিতে। কারণ সমঝোতার পথে যাবে না। একমাত্র বিকল্প হলো রাজপথ।' তিনি বলেন, '২০১৪ সালের নির্বাচনকে সরকার সংবিধান রক্ষার নির্বাচন বলে। কিন্তু ওই নির্বাচন সংবিধান মোতাবেক হয়নি। আমরা বিচার বিভাগের দুর্বলতার কারণে আইনের মাধ্যমে মোকাবেলা করতে পারিনি।' ২০১৪ সালের ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, 'এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন।' আওয়ামী লীগের 'রাজনৈতিক কেমিস্ট্রির' মধ্যে গোলমাল আছে দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান থাকলেও স্বাধীনতার পর তাদের ভুমিকা প্রশ্নবিদ্ধ। তারা এখন অবলীলায় মিথ্যা কথা বলছে। মামলাকে হাতিয়ার হিসেবে নিয়ে বিরোধী দলকে দমন করছে। মুখে মুক্তিযুদ্ধে চেতনার কথা বললেও তারা বিরোধী দলের সভা-সমাবেশের অধিকার হরণ করেছে। আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেনি।
×