ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তায় ইবি

প্রকাশিত: ২১:৫৮, ৫ জানুয়ারি ২০১৮

রাষ্ট্রপতি আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তায় ইবি

ইবি সংবাদদাতা ॥ দীর্ঘ ১৬ বছর পর আগামী ৭ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। মহামন্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে প্রশাসন। ইতোমধ্যে ক্যাম্পাসে এসএসএফ, র্যাব এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। এদিকে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে পুরো ক্যাম্পাসে বসানো হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রাধীন ২০টি পিটিজেড সিসি ক্যামেরা। যা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম। এছাড়াও প্রতিটি ভবনে এবং আবাসিক হলগুলোতে নিজেস্ব সিসি ক্যামারা রয়েছে। এরইমধ্যে নিরাপত্তা জোরদার করার লক্ষে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের আবাসিক হল গুলোতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘পোশাকধারীর পাশাপাশি সাদাপেশাকে গোয়েন্দা এবং সিসি ক্যামেরার মাধ্যামে পুরো ক্যাম্পাস নিরাপত্তার বলয় তৈরী করা হয়েছে।’ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউসিরি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। এদিকে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চারটি স্থাপনা উদ্বোধন করবেন বলে জানা গেছে। এর মধ্যে দেশের দ্বিতীয় উচ্চতম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুৠল, পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিঞা বিজ্ঞান ভবন, শেখ হাসিনা হলের বর্ধিতাংশ এবং শেখ রাসেল হল।এদিকে সমাবর্তনকে সমনে রেখে সকল বিশ্ববিদ্যালয়ে শেষ মুহুর্তের কাজ চলছে। ৩৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরী করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আমারা সমাবর্তনের সকল কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলে সহযোগিতা কামনা করছি।’
×