ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুক হ্যাক করে নারীদের অশ্লীল ছবি প্রেরণ ॥ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৯:৩৬, ৫ জানুয়ারি ২০১৮

ফেসবুক হ্যাক করে নারীদের অশ্লীল ছবি প্রেরণ ॥  গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক ॥ বন্ধুকে বদনাম করতে তার ফেসবুক প্রোফাইল হ্যাক করে একাধিক নারীকে অশ্লীল ছবি পাঠিয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম অভিরূপ পাল এবং অঙ্কুশ দত্ত। গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সাইবার থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার লালবাজার থানায় একাধিক নারী অভিযোগ করেছেন যে সন্দীপ সাধুখা নামে একজন তাঁদের অশ্লীল ছবি পাঠাচ্ছে। ফেসবুকের মাধ্যমেই কারও সঙ্গে ‘ঘনিষ্ঠ’ হওয়ার প্রস্তাব, কাউকে ধর্ষণ করার হুমকি, আবার কোনও মহিলাকে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ আসতে থাকে। এরপরে পুলিশ এ বিষয়টি নিয়ে খোঁজ শুরু করতেই সন্দীপ সাধুখা লালবাজারে নিজের অভিযোগ নিয়ে হাজির হয়। তাঁর দাবি, কেউ তাঁর প্রোফাইল হ্যাক করে তাঁর সব বান্ধবীকে অশ্লীল ছবি পাঠাচ্ছে। তবে এ ঘটনা অন্যদিকে মোড় নিতেই পুলিশ জোরালোভাবে তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সন্দীপের অভিযোগে সত্যতা খুঁজে পায়। জানা যায়, কেউ বা কারা হ্যাক করে এই কাজ করছে। জানা গেছে, অভিযুক্তদের মোবাইলের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে মঙ্গলবার ভোরে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাদের আদালতে তোলা হলে ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ আরো জানায়, অভিরূপ এবং অঙ্কুশ দুজনই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। কী করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয় তা জানার জন্য তারা গুগলে সার্চ করছিল। বিভিন্ন পদ্ধতি জানার পরে তারা সন্দীপের প্রোফাইল হ্যাক করে। সন্দীপকে ফিসিং মেল পাঠিয়ে তাঁর ফেসবুকের পাসওয়ার্ড জেনে নিয়ে হ্যাক করে ‘অপকর্ম’ শুরু করে। গ্রেপ্তারকৃতরা জেরায় জানিয়েছে, সন্দীপের সঙ্গে এক সময় তাদের বন্ধুত্ব ছিল। কিন্তু কোনও বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তাই তাকে বদনাম করার জন্যই তার প্রোফাইল হ্যাক করে এই কাজ করেছে তারা। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
×