ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বামী হত্যার বিচার করতে পারেন না, মানুষ পুড়াইয়া মারতে পারেন ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০১:১২, ৪ জানুয়ারি ২০১৮

স্বামী হত্যার বিচার করতে পারেন না, মানুষ পুড়াইয়া মারতে পারেন ॥ কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি ॥ বেগম খালেদা জিয়ার সমালোচনা করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যা বিচার করেছেন। কিন্তু আপনি আপনার স্বামী হত্যার বিচার করেননি। কারণ আপনি জিয়াউর রহমানের মৃত্যুতে দুইবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আপনি আপনার স্বামী হত্যার বিচার করতে পারেন না অথচ ৯২ দিন মানুষ পুড়াইয়া মারতে পারেন। আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তানের মৃত্যুর পরও আপনি বলেছিলেন ‘শেখ হাসিনার পতন না ঘটিয়ে নামবেন না। কিন্তু আপনি নেমেছেন এবং ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।’ এদিন কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং নকলা উপজেলার ২টি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, শেরপুরের খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×